আমি রাজিব মন্ডল, দশম শ্রেনি, আইডি- ৩২২৫
আমি ২০১৬ সালে আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ভর্তি হই। আমার ইচ্ছা ছিল অন্য স্কুলে ভর্তি হওয়ার, কিন্তু যখন আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ঘুরে এলাম তখন সব ইচ্ছার পরিবর্তন ঘটল। যে আমাকে আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজেই পড়তে হবে। কারন এত বড় স্কুল, এত সুন্দর স্কুল, সুন্দর পরিবেশ, এত খ্যাতি, এত জনপ্রিয়তা আমি এর আগে কখনো দেখি নি। সব কিছুই যখন হয়ে গেল এবার দেখার পালা আসলে পড়াশোনার মান কেমন?
১২ জানুয়ারি ২০১৬ থেকে আমার স্কুল জীবন শুরু হলো আমেনা বাকীতে।
স্কুলে আসতেই সবাই আমাকে সুন্দরভাবে বরণ করে নিল, এখানে পড়াশোনার মান, পড়াশোনার ধরন আমার খুব পছন্দ হয়েছিল, কারন আমাকে আলাদাভাবে বাইরে প্রাইভেট পড়ার প্রয়োজন হয়নি। শিক্ষকবৃন্দদের ব্যাবহার অনেক সুন্দর, তারা সবাই আমাদের নিজ ছেলেমেয়ের মতো দেখে। আসলে একটা শিক্ষার্থীর পূর্ণ বিকাশের জন্য যা যা দরকার সবই আমেনা বাকীতে আছে। এখানে আমরা পেয়েছি সুবৃহৎ খেলার মাঠ, মাল্টিমিডিয়া ক্লাস,কম্পিউটার ল্যাব,ল্যাবরেটরি,ডিজিটাল বোর্ড, বলতে সব ধরনের ডিজিটাল প্রযুক্তির সাথে পরিচিত হই। স্পোর্টস, কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে সব ধরনের ইভেন্ট এর প্রতিযোগিতা হয় আমেনা বাকীতে। তাছাড়াও বাইর থেকে যখন সুনামধন্য বিভিন্ন ব্যক্তিবর্গরা আসেন, তারা আমাদের লক্ষ্যে পৌছাতে অনুপ্রাণিত করেন। রেজাল্ট এর ব্যাপারে বলতে গেলে, বলাই যায় রেজাল্ট এও আমরা পিছিয়ে নেই, বোর্ড এ আমরা সব সময়ই ভাল ফলাফল অর্জন করি। ১০০ ভাগ পাশের হার তো আছেই সেই সাথে গত এসএসসি ব্যাচেই বিজ্ঞান বিভাগে ১০০ ভাগ A+ পাই। আর কলেজের ফলাফলের দিক তাকালেই দেখা যায় এইতো গত বছরে ৮ জন মেডিকেল এ চান্স পেল, এইতো এইবারও তেমনি, আর অন্য বিশ্ববিদ্যালয় তো আছেই। আসলে বাংলাদের প্রায় প্রতিটি সেক্টটেই আমেনা বাকীর স্টুডেন্টসর দেখা পাওয়া যায়। আমেনা বাকী শুধু উত্তরবঙ্গ এই নয়, পুরো বাংলাদেশেই পরিচিত- নামে, যশে, ফলাফল সব দিক দিয়েই।
আমার স্কুলকে আমি অনেক ভালবাসি। কিন্তু কিছু দিন ধরেই স্কুলের সুনাম নষ্ট করার জন্য কিছু ব্যক্তিবর্গ লেগে পড়েছে, কিন্তু তারা জানে না যে এই আমেনা বাকী এক দিনের নয়, দীর্ঘ ২২ বছরের পথচলা এই স্কুলের। তিলে তিলে অনেক পরিশ্রমের বিনিময়ে আমরা এই আমেনা বাকী পেয়েছি। রাতারাতি আমেনা বাকীতে দাগ লাগানো যাবে না,
কাজেই আমি, আমরা, আপনি,আপনারা, চিরিরবন্দবাসী, উত্তরবঙ্গবাসী, দেশবাসী যানে আমেনা বাকী কেমন। আমেনা বাকী শুধু একটা নাম নয় হাজারো শিক্ষার্থীর প্রান,হাজারো শিক্ষার্থীর স্বপ্ন,হাজারো মা-বাবার স্বস্তির স্থান যেখানে তারা তাদের সন্তান্দের দিয়ে নিশ্চিতায় থাকতে পারে।
তাই বিভ্রান্ত না হয়ে আমাদের সাথে থাকুন। যেকোনো তথ্যের জন্য আমেনা বাকি অফিসিয়াল পেইযে যোগাযোগ করুন।